পটুয়াখালীতে বৌদ্ধ পুর্নিমা উপলক্ষে প্রশাসনিক নিরাপত্তায় র‍্যাব-৮ এর প্রস্তুুতি

পটুয়াখালীতে বৌদ্ধ পুর্নিমা উপলক্ষে প্রশাসনিক নিরাপত্তায় র‍্যাব-৮ এর প্রস্তুুতি
আব্দুল আলীম খান পটুয়াখালী  প্রতিনিধিঃআগামী ১৮ মে বৌদ্ধ ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান বৌদ্ধ পুর্নিমা পালন উপলক্ষে সকল ধরনের নিরাপত্তার জন্য পটুয়াখালী র‍্যাব-৮ এর প্রস্তুুতি কাজ সম্পুর্ন হয়েছে।
র‍্যাব-৮,সিপিসি-১,পটুয়াখালী ক্যাম্প  অধিনায়ক সোহেব আহম্মেদ জানান, বিশ্বের বর্তমান পরিস্থিতি বিভিন্ন যায়গায় ধর্মীয় প্রতিষ্ঠানে জঙ্গি হামলা এই আশংকার উপর ভিত্তি করে সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। এরই অংশ হিসেবে আগামী ১৮ তারিখের বৌদ্ধ পুর্নিমা উপলক্ষে সকল ধরনের নিরাপত্তার জন্য পটুয়াখালী র‍্যাব-৮ এর পক্ষ থেকে বৌদ্ধদের প্যাগোডার সামনে বসানো হয়েছে অস্থায়ী সেবা কেন্দ্র।এছাড়া ও সার্বক্ষনিক নিরাপত্তা দিতে সাদা পোশাক ও পোশাকধারী র‍্যাব টহলে থাকছে।যাতে করে কোন ধরনের কোন অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে।এবং অনুষ্ঠানের সকল সংশ্লিস্ট কারীদের বলা হয়েছে যদি কোন বিশৃঙ্খলা কিংবা অপ্রতিকার ঘটনা নজরে পরে তাহলে সেবা কেন্দ্র কিংবা উক্ত সেবার জন্য দেয়া নাম্বারে জানাতে বলা হয়েছে।সাথে সাথে ব্যবস্থা নেয়া হবে।এবং সরকারের এই উদ্দ্যোগ সফলতায় জনগনের সার্বক্ষনিক নিরাপত্তা দিতে র‍্যাব-৮ প্রস্তুুত থাকবে অনুষ্ঠানের কার্যদিবস সম্পুর্ন না হওয়া পর্যন্ত।
 
এজন্য বাংলাদেশ সরকার ও প্রশানিক সকলকে নিরাপত্তা দেয়ায় আন্তরিক ধন্যবাদ জানান বৌদ্ধ ধর্মের সকল মানুষ ও বৌদ্ধ পুর্নিমা অনুষ্ঠানের আয়োজন সকল সংশ্লিষ্ট কারীরা।